Saturday, August 9, 2025
32.1 C
Dhaka

নেপথ্যের শিল্পীদের বঞ্চনা চলছেই, পারিশ্রমিক না পেয়ে ক্ষোভে ফুঁসছেন দিলরুবা দোয়েল

চলচ্চিত্রে কোটি কোটি টাকার বাজেট থাকলেও নেপথ্যের শিল্পীদের অনেক সময়ই তাঁদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয়—এমন অভিযোগ নতুন নয়। সেই পুরনো অভিযোগই আবারও সামনে এনেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনা শুধু আমার নয়, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অহরহ ঘটে। কোটি টাকার প্রোজেক্টে কাজ করিয়ে অল্প কিছু পারিশ্রমিক পর্যন্ত দেয় না তারা।”

রোববার (৩ আগস্ট) বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন তিনি। শাকিব খানকে নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

দোয়েল জানান, ‘হৃদয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, সে আমার বন্ধু। কিন্তু সম্পর্ক দিয়েই কি পেশাদার মূল্যবোধ ঢাকা যায়? আমি একজন সিঙ্গেল মাদার, অভিনয়ই আমার একমাত্র পেশা। আমাকে কেউ কাজ করিয়ে পারিশ্রমিক না দিলে সেটা মানা যায় না।’

তিনি বলেন, ‘ডাবিংয়ের জন্য আমাকে খুব রাত করে ফোন করে ডেকে পাঠানো হয়, তখন যেতে পারিনি। পরদিন সকালে আমি ডাবিং করি এবং পারিশ্রমিকের কথা তুললে সহকারী পরিচালক বলেন বিকেলে পাঠানো হবে। এরপর একদিন, দুদিন করে সময় কাটিয়ে দেয়। আমি তখন শ্রীমঙ্গলে আরেকটি শুটিংয়ে ছিলাম। সেখানে থাকার সময় সহকারী পরিচালক আবারও ডাবিং কারেকশন করে দিয়ে যেতে বলেন, কিন্তু তখনও সময় মেলেনি। তখনই সহকারী পরিচালক খারাপ ব্যবহার করেন, আমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন।’

তিনি আরো বলেন, ‘আমি সেই আচরণে খুবই অপমানিত হই। এমন ব্যবহার কোনো শিল্পীর প্রাপ্য নয়। পরে তারা আমার পারিশ্রমিকও দেয়নি।’

শিল্পীদের সম্মানজনকভাবে কাজ করার পরিবেশ না থাকা এবং স্বচ্ছতা না থাকার বিষয়টি তুলে ধরে দোয়েল বলেন, ‘এটা শুধু আমার সাথে না। ঈদের আগে এক মেকআপ আর্টিস্ট কান্না করছিল—জানালো ঈদের আগেই কয়েকটি কাজ করেও পারিশ্রমিক পায়নি। তার বাসায় কিছুই নেই, খাবার নেই। তখন আমার বিকাশে যা ছিল তাই পাঠিয়ে দিয়েছি।’

পারিশ্রমিক সংক্রান্ত রসিদ বা চুক্তির অনুপস্থিতিকে এই সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন দোয়েল। তিনি বলেন, ‘আমাদের দেশে এনওসি (No Objection Certificate) বা কোনো ধরনের চুক্তির ব্যবস্থা নেই। যে কাউকে “দুই টাকার আর্টিস্ট” বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু সেই দুই টাকারও রশিদ দেওয়া হয় না। কেন? কারণ তারা চায় যেন কাউকে কিছু প্রমাণ করতে না হয়। অথচ যদি রশিদ বাধ্যতামূলক করা হতো, তাহলে কেউ কাউকে ঠকাতে পারত না।’

তিনি মনে করেন, “এ বিষয়গুলো নিয়ে এখনই বসা উচিত। দুই টাকা পারিশ্রমিক হলেও রশিদ থাকা উচিত। স্বচ্ছতা না থাকলে এ ধরনের অবমাননাকর ও অমানবিক আচরণ চলতেই থাকবে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করল ভারত, শুল্কের জবাব?

যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত...

দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার, প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ বৃহস্পতিবার। সরকারের...

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা...

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কিছু এলাকায় ভারি বর্ষণের সতর্কতা

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও ভারি...

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা, প্রথম চ্যালেঞ্জ লাওস

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (মঙ্গলবার) নিজেদের...

গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত, শিশু–বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকারে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি...

‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি...

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা: পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা, নিখোঁজ ১৫০ জনের বেশি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণের পর ঘটা আকস্মিক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img