যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি এক শুল্কবিরোধী বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশের পর ট্রাম্পের কাছে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
শনিবার (১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেন এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি।”
বিজ্ঞাপনটিতে ১৯৮৭ সালে দেওয়া রোনাল্ড রিগানের একটি ভাষণের ক্লিপ ব্যবহার করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন— “শুল্ক আরোপ আমেরিকার অর্থনীতির ক্ষতি করে।” ট্রাম্প বিষয়টি নিয়ে ‘অপমানিত’ বোধ করেছেন বলে জানান কার্নি। তিনি বলেন, “অন্টারিও প্রদেশের অর্থায়নে তৈরি ওই বিজ্ঞাপনটি আমি নিজে হলে করতাম না।”
এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, “কার্নি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে যা করা হয়েছে, তা ভুল।”
অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড দাবি করেন, বিজ্ঞাপনটি “একশ কোটি বার দেখা হয়েছে” এবং এটি যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের মনোযোগ কেড়েছে। তবে ওই বিজ্ঞাপনকে ঘিরে মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রা ও অন্টারিওর বাণিজ্য প্রতিনিধি ডেভিড প্যাটারসনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কানাডাসহ বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।
সূত্র: বিবিসি
সিএ/এমআর


