নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। তাদের দাবি, পুরস্কার প্রদানের ক্ষেত্রে কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলের আপসহীন নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। এ ঘোষণার পর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল না পেলেও শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ এবং মানবজীবন রক্ষায় কাজ চালিয়ে যাবেন।
বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদয় মানবিকতায় পূর্ণ। তিনি এমন একজন নেতা, যিনি ইচ্ছাশক্তির জোরে অসম্ভবকেও সম্ভব করেন। নোবেল কমিটি শান্তির বদলে রাজনৈতিক পক্ষপাতকে প্রাধান্য দিয়েছে—এটাই প্রমাণ করেছে।”
এদিকে, নোবেল পাওয়ার খবরে নিজের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা বলেন, “আমি অবাক।” তার সঙ্গে ফোনে কথা বলেন আরেক বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া, যিনি বলেন, “আমরাও অবাক এবং আনন্দিত।”
৫৮ বছর বয়সী মারিয়া বর্তমানে ভেনেজুয়েলা সরকারের নিপীড়নের মুখে লুকিয়ে আছেন। নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষকে অধিকার আদায়ে উদ্বুদ্ধ করার ভূমিকার জন্যই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি
সিএ/এমআর