ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবাকে উজ্জ্বল আলোর মতো জ্বলজ্বলে দেখা যাচ্ছে—এমনই একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এনেছেন নভোচারী ডন পেটিট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা ওই ছবিটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।
আইএসএসের কুপোলা উইন্ডো থেকে নিজের হাই রেজোল্যুশন ক্যামেরা ব্যবহার করে ছবি তুলেছিলেন পেটিট। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে অবস্থানরত মহাকাশ স্টেশন থেকেই কাবাকে দেখা গেছে বলে জানান তিনি। তার মতে, এই দৃশ্য প্রমাণ করে যে পৃথিবী থেকে চার শ’ কিলোমিটার দূর থেকেও কাবা স্পষ্টভাবে দৃশ্যমান।
সম্প্রতি মহাকাশ মিশনের দায়িত্ব শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন ডন পেটিট। এরপর এক্সে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “মহাকাশ স্টেশনের অক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কার ছবি। ছবির মাঝখানে সবচেয়ে উজ্জ্বল যে অংশটি দেখা যাচ্ছে, সেটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা’র ছবি। মহাকাশ থেকেও কাবা দৃশ্যমান।”
ছবিটি শেয়ার হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে জ্বলজ্বলে কাবার চারপাশে অপেক্ষাকৃত কম উজ্জ্বল আলোর বৃত্ত দেখা যায়, যাকে পেটিট মরুভূমি অঞ্চল থেকে প্রতিফলিত আলোকমালা বলে উল্লেখ করেছেন। পেশায় নভোচারী হলেও ডন পেটিট একজন শৌখিন আলোকচিত্রী। এর আগেও মহাকাশ থেকে তোলা নানা ছবি তিনি শেয়ার করেছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে নাসা তাকে আইএসএসে পাঠায় এবং ২০২৫ সালের এপ্রিলে তিনি পৃথিবীতে ফিরে আসেন। প্রতি বছর হজ ও ওমরাহ পালনে লাখ লাখ মানুষ মক্কায় যান। নিরাপত্তা ও সুবিধার্থে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সোডিয়াম আলোয় উজ্জ্বল থাকে কাবা চত্বর, যা মহাকাশ থেকেও দৃশ্যমান হয়ে ওঠে।
আইএসএস ঘণ্টায় ২ হাজার ৮০০ কিলোমিটার বেগে পৃথিবীর চারপাশে ঘুরছে। পেটিট জানান, মহাকাশ স্টেশন আরব উপদ্বীপ অতিক্রম করার সময় তাৎক্ষণিকভাবে তিনি ছবিটি ধারণ করেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
সিএ/ইরি


