মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে রাজি রয়েছে রিয়াদ। তবে এর শর্ত হিসেবে তিনি স্পষ্টভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিন সালমান ও ট্রাম্প। বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
বিন সালমান বলেন, সৌদি আরব আব্রাহাম চুক্তির অংশ হতে আগ্রহী। তবে এর আগে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে পরিপূর্ণ নিশ্চয়তা প্রয়োজন। তিনি জানান, দ্রুত সমাধান নিশ্চিত করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
বৈঠকে ট্রাম্প বলেন, বৈশ্বিক শান্তি উদ্যোগে সৌদির ভূমিকা গুরুত্বপূর্ণ এবং আব্রাহাম চুক্তি নিয়ে উভয় পক্ষের আলোচনা ইতিবাচক। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখবে।
যুবরাজ আশা প্রকাশ করেন, অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং উভয় জনগোষ্ঠী পাশাপাশি নিরাপদে বসবাসের সুযোগ পাবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
সিএ/এমআরএফ


