ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ের পথে থাকা এক বরকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রেন্টিস শহরের প্রবেশমুখে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আওন সাফি নামে ওই যুবক বিয়ের পোশাকে তার বাবা মাজেন সাফিকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। তারা রেন্টিস শহরে প্রবেশের আগ মুহূর্তে ইসরায়েলি সেনারা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। পরে বর ও তার বাবাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় গাড়িটিতে আরও কয়েকজন পরিবারের সদস্য ছিলেন, যারা বিয়ের অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। কিন্তু সেনারা গাড়ির চাবি কেড়ে নিয়ে সবাইকে নামিয়ে দেয় এবং বর ও তার বাবাকে জোর করে তুলে নিয়ে যায়।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, এ ধরনের ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বিয়ের মতো পারিবারিক আনন্দের সময়েও ইসরায়েলি বাহিনীর অভিযান থেমে নেই।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদের গ্রেপ্তার করছে। অনেক সময় তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও আনা হয় না।
সিএ/এমআর


