যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসনের সময়ে শুরু হওয়া আব্রাহাম চুক্তির সম্প্রসারণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।
২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় চারটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ছিল উল্লেখযোগ্য। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যা ঐ অঞ্চলের জন্য এক নতুন কূটনৈতিক দিক নির্দেশনা সৃষ্টি করেছিল।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যান্যরাও করবে। আমি মনে করি যখন সৌদি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে তখন সবাই করবে।” তিনি আরও জানান, আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশকে যুক্ত করার জন্য ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং শিগগিরই তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টায় আরব আমিরাত, বাহরাইন ছাড়াও মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। গত সপ্তাহে ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যেও সম্পর্ক স্থাপনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
সিএ/এমআর