Thursday, December 25, 2025
14 C
Dhaka

বাজার পুড়িয়ে দেওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মধ্য–দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত কার্বি আংলং জেলায় কয়েক দিন ধরে চলা সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন, যাঁদের অধিকাংশই আসাম পুলিশের সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

নিহত দুজনের একজন আদিবাসী আথিক তাইমুং এবং অন্যজন হিন্দু বাঙালি সুরেশ দে (২৫)। সুরেশ দে শারীরিক প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত ছিলেন বলে জানা গেছে। চলতি সপ্তাহের শুরু থেকেই আদিবাসী ও আদিবাসী নন—এমন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা ধীরে ধীরে সহিংস রূপ নেয়।

সোমবার বিক্ষোভকারীরা স্বায়ত্তশাসিত কার্বি আংলং পরিষদের প্রধান ব্যবস্থাপক ও বিজেপি নেতা তুলিরাম রংহাঙ্গের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেন। এর পরদিন মঙ্গলবার সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। ওই অঞ্চলের খেরোনি বাজারে আগুন লাগিয়ে পুরো বাজারসহ আশপাশের বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। একাধিক গাড়ি ও মোটরসাইকেল ভস্মীভূত হয়। কারফিউ জারি থাকা সত্ত্বেও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষ মূলত আদিবাসীদের সঙ্গে বাঙালি ও বিহারি জনগোষ্ঠীর মধ্যে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, বাঙালিদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার যে প্রচার গোটা পূর্ব ভারতে চলমান, তার প্রভাবেই সহিংসতার মাত্রা বেড়েছে। একই সঙ্গে অঞ্চলে বসবাসরত বিহারি শ্রমিকদের অভিযোগ, তাঁদের ওপরও গত কয়েক মাস ধরে হামলার ঘটনা ঘটছে।

বিহারি শ্রমিকদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে বসবাস করছেন এবং তাঁদের অনেকেই সেখানে স্থায়ী বাসিন্দা হিসেবে গড়ে উঠেছেন। অন্যদিকে আদিবাসীদের অভিযোগ, তাঁদের সম্প্রদায়ভিত্তিক জমিতে বাইরে থেকে এসে লোকজন বসতি গড়ছেন, ফলে আদিবাসীদের জমি ধীরে ধীরে বহিরাগতদের দখলে চলে যাচ্ছে।

যে এলাকায় এই সহিংসতা হয়েছে, তা পশ্চিম কার্বি আংলংয়ের আদিবাসী–অধ্যুষিত পার্বত্য জেলা। অঞ্চলটি দক্ষিণ আসামের বাঙালি–অধ্যুষিত তিন জেলা হাইলাকান্দি, শ্রীভূমি (করিমপুর) ও কাছাড়ের ঠিক উত্তরে অবস্থিত। জেলার পশ্চিম প্রান্তে রয়েছে বাংলাদেশ সীমান্ত।

এ ঘটনার পেছনে ফেলাঙ্গপি এলাকায় চলমান অনশনকেও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। সেখানে দুই সপ্তাহ ধরে নয়জন আদিবাসী অনশন করছিলেন। তাঁদের দাবি ছিল, বাইরে থেকে এসে যাঁরা বসতি গড়েছেন, বিশেষ করে গবাদিপশু চরানোর জন্য নির্ধারিত জমিতে অবস্থানকারীদের অবিলম্বে উচ্ছেদ করতে হবে।

গত সোমবার অনশনরত ব্যক্তিদের অনশনস্থল থেকে সরিয়ে গৌহাটিতে নেওয়া হয়। স্বায়ত্তশাসিত এই অঞ্চলের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা মহাপরিদর্শক অখিলেশ সিং জানান, অনশনকারীদের শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্যই তাঁদের গৌহাটিতে নেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, অনশনকারীদের কার্যত গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং স্বায়ত্তশাসিত পরিষদের প্রধান ব্যবস্থাপকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর আদিবাসীরা মূলত ওই অঞ্চলে বসবাসরত বাঙালিদের ওপর আক্রমণ চালান। এতে দুজনের মৃত্যু হলেও এখনো কে বা কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আজ বুধবার পরিস্থিতি থমথমে থাকলেও নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদার করতে আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

গ্রিনল্যান্ড নিয়ে সংলাপের কথা বলছে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিযুক্ত বিশেষ দূত...

চাঁদে স্থায়ী মানব উপস্থিতির পথে রাশিয়ার নতুন উদ্যোগ

আগামী এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে...

ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে জামায়াত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার...

চট্টগ্রাম নগরে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৬২ জনের

চট্টগ্রাম নগরে গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬২...

ব্যালট বিপ্লবের পক্ষে ঐক্যের আহ্বান এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ...

দর্শকপ্রিয় গোলকিপার স্বপ্না ফুটসাল দলে, অধিনায়ক সাবিনা

আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল...

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কিশোর মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মাহাতো...

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের মাঝে মন খারাপের খবর দিলেন নির্মাতা

এই মুহূর্তে ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে আদিত্য ধর পরিচালিত সিনেমা...

গোল করতে ভুলে গেছেন ভিনিসিয়ুস, কী হয়েছে তাঁর

এক সময় গোল করে দর্শকের সামনে নাচতেন ভিনিসিয়ুস জুনিয়র।...

উইন্টারের আলোচিত ট্যাটু কোথায় গেল

হাতের একই জায়গায় একই রকম ট্যাটু করা নিয়ে আলোচনায়...

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেল কর্মসূচি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...

লিপগ্লস না লিপবাম, শীতকালে বেছে নেবেন কোনটি

ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা, ধুলাবালু এবং পানিশূন্যতার কারণে শীতকালে...
spot_img

আরও পড়ুন

৪১ বছরেও রোনালদোর এমন শরীর কীভাবে সম্ভব, জানুন তাঁর ফিটনেস রুটিন

বয়স যে সাফল্য ধরে রাখার পথে বাধা নয়, তার জীবন্ত উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছরে পা রেখেও পর্তুগিজ এই তারকার ফিটনেস আজও যেকোনো তরুণ...

গ্রিনল্যান্ড নিয়ে সংলাপের কথা বলছে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিযুক্ত বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেছেন, দ্বীপটি দখল করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই। তবে তিনি স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ডের...

চাঁদে স্থায়ী মানব উপস্থিতির পথে রাশিয়ার নতুন উদ্যোগ

আগামী এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া। দেশটির মহাকাশ ও পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ চন্দ্র অভিযান, গবেষণা কার্যক্রম...

ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে জামায়াত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ...
spot_img