ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলার জেরে আইনি ঝামেলায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৫ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ায় যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করছে আইনজীবীরা।
পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় নেহার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার ঝামেলা এড়াতে তিনি আগাম জামিন চাইলেও আদালত তা গ্রহণযোগ্য মনে করেনি।
চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেহা সিংহ রাঠৌর। তিনি অভিযোগ করেন, শিক্ষা-স্বাস্থ্যের মতো জরুরি খাত গুরুত্ব হারাচ্ছে, বরং জাতীয়তাবাদ ও ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি তুঙ্গে উঠেছে। তার বক্তব্য—“আমি কী নিয়ে প্রশ্ন তুলব? মানুষ প্রাণ হারাচ্ছে। সরকারের বদলে কি তবে জিন্নাহকে প্রশ্ন করব?”
তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সরকারপন্থিদের অভিযোগ—তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করে নেহা জানান, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার পূর্ণ অধিকার তার রয়েছে। তিনি বলেন, কোনো উস্কানিমূলক গান তিনি গাননি; বরং পর্যটকদের নিরাপত্তাহীনতার বিষয়টিই সামনে এনেছেন। তবে আদালত আগাম জামিন না দেওয়ায় এখন মামলার আইনি প্রক্রিয়াই চলবে।
সিএ/ইরি


