ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে গণধর্ষণের শিকার এক নারী বিচার দাবি করতে থানায় গেলে পুলিশের বাধার মুখে পড়েন। অভিযোগ রয়েছে, পুলিশ অভিযুক্তদের ধরতে যথাযথ পদক্ষেপ নেননি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওই নারী স্থানীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টার জেনারেল (ডিআইজি) এর সঙ্গে দেখা করতে চাইলে আরও সমস্যার মুখোমুখি হন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ডিআইজির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নারী ডিআইজির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পুলিশের অন্য সদস্যরা তাকে বাধা দেন এবং আটক করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে নারী পুলিশের কব্জা থেকে নিজেকে ছড়িয়ে ডিআইজির সামনে উপস্থিত হন।
ডিআইজির সঙ্গে দেখা করার পর ওই নারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ডিআইজি দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ছয় ব্যক্তি ওই নারীকেই গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। বাকি দুজনকে ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
সিএ/এমআরএফ


