ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ কমাতে সরকার প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানো লক্ষ্য এই পরীক্ষামূলক পদক্ষেপের।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে ২৯ অক্টোবর শহরে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবরের জন্য আকাশে মেঘ থাকার সম্ভাবনা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাতের কাজ ইতিমধ্যেই করা হয়েছে।
ক্লাউড সিডিং হলো একটি আবহাওয়া পরিবর্তনের কৌশল, যেখানে বিমান থেকে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত করতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটায়।
প্রায় ৩ কোটি মানুষের এই মহানগরী নিয়মিত বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় থাকে। প্রতি শীত মৌসুমে খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে তীব্র ধোঁয়াশা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি দীপাবলি উৎসবে আতশবাজি ছোড়ার পর দূষণ আরও বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।
সি.এ/এমআর


