ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর পথে লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশঙ্কা করছে, তাদের সবাই মারা গেছেন।
বুধবার (১২ নভেম্বর) আইওএম এক বিবৃতিতে জানায়, গত ৮ নভেম্বর লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের মধ্যে চারজন সুদানি, দুইজন নাইজেরিয়ান এবং একজন ক্যামেরুনের নাগরিক।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, মোট ৪৯ জন আরোহী নিয়ে নৌকাটি ৩ নভেম্বর ভোরে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা থেকে রওনা হয়। প্রায় ছয় ঘণ্টা পর প্রবল ঢেউয়ের আঘাতে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি উল্টে যায়। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদানি, আটজন সোমালি, তিনজন ক্যামেরুন এবং দুজন নাইজেরিয়ান নাগরিক ছিলেন।
আইওএম জানায়, চলতি বছর লিবিয়া থেকে ইউরোপগামী পথে অন্তত এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এ বছর ভূমধ্যসাগর ও পশ্চিম আফ্রিকার আটলান্টিক রুটে মোট এক হাজার ৭০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।
আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।
এদিকে, এনজিও মেদসা সঁ ফ্রন্টিয়ের (এমএসএফ) ঘোষণা করেছে যে, তারা ইতালির নীতিগত বাধা কাটিয়ে সেন্ট্রাল ভূমধ্যসাগরে তাদের উদ্ধার অভিযান পুনরায় শুরু করছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
সিএ/এমআরএফ


