দক্ষিণ ফিলিপিন্সের শরিফ আগুয়াক শহরের মেয়র আকমাদ মিত্র আম্পাতুয়ান এক বড় ধরনের হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। রবিবার সকালে তার গাড়িতে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়। স্থানীয় সূত্র ও প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাটি শহরের কেন্দ্রে দিনের আলোতে সংঘটিত হয়।
হামলাকারীরা সাদা মিনিভ্যানে করে এসে মেয়রের কালো এসইউভি লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করে। তবে গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় মেয়র অক্ষত থাকেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ২০ মিনিটে বারাঙ্গে পোব্লাসিওন এলাকায় হামলা ঘটে, তখন মেয়রের গাড়ি একটি পেট্রোল পাম্পের কাছে মোড় নিচ্ছিল। হামলায় গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি নিরাপত্তা বহরের একটি পিকআপেও গুলি লাগে।
আম্পাতুয়ানের নির্বাহী সচিব আনোয়ার কুইট এম্বলাওয়া জানান, ‘‘গাড়ি সাঁজোয়া না হলে মেয়র মারা যেতেন। ভাগ্যক্রমে, তিনি একদম ঠিক আছেন—একটিও খোঁচা লাগেনি। তার দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, তবে বর্তমানে তারা ভালো আছেন।’’
এটি আম্পাতুয়ানকে হত্যার চতুর্থ চেষ্টা। আগের তিনটি হামলা ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে সংঘটিত হয়েছিল; শেষ দুইটিতে তিনি আহত হওয়ায় পরে তার গাড়ি সাঁজোয়া করা হয়।
শরিফ আগুয়াক ফিলিপিন্সের মাগুইন্দানাও দেল সুর প্রদেশের একটি পৌরসভা, যা মুসলিম মাইন্ডানাও অঞ্চলের স্বায়ত্তশাসিত বংশামোরো অঞ্চলে (বিএআরএমএম) অবস্থিত। ২০২০ সালের জনগণনা অনুযায়ী এ অঞ্চলের জনসংখ্যা ৩৩,৯৮২।
এম্বলাওয়া জানান, সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাহায্যে হত্যাচেষ্টার মূল তথ্য বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘হামলা পুরোপুরি জনসমক্ষে সংঘটিত হয়েছে। চারপাশে বিক্রেতারা ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু বলা সম্ভব নয়, তবে রাজনীতিবিদদের জন্য এ ধরনের ঝুঁকি থাকে।’’
দিনের আলোতে আরপিজি হামলার পর একটি তল্লাশি অভিযান শুরু হয়। ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে যৌথ পুলিশ-সেনা টিমের অভিযানে তিনজন সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তাদের গাড়ি থেকে শক্তিশালী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সিএ/এএ


