ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি সন্দেহে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের অভিযোগ, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে মঞ্জুর আলম লস্করকে হত্যা করা হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। সেখানে দীর্ঘদিন বসবাস করায় স্থানীয় অনেকেই তাকে চিনতেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুরের বাড়ি উত্তর ২৪ পরগণার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে। তবে সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি তাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের স্বজনদের দাবি, হত্যার আগে মঞ্জুরকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ২৫ হাজার রুপি দাবি করা হয়। মঞ্জুরের স্ত্রী জানান, মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। কোনোভাবে পরিবার ৬ হাজার রুপি জোগাড় করলেও পরদিন বুধবার তারা জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগে মঞ্জুরকে ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়া হয়। পরে একটি চুরির ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে মারধর করা হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়—এমন তথ্য পরিবারের সদস্যরা পরে জানতে পারেন।
ঘটনার পর মঞ্জুরের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, যেন অবিলম্বে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হয় এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয়।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, টেলিগ্রাফ ইন্ডিয়া
সিএ/এসএ


