উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি নিজের প্রশাসনের উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং দায়িত্বে ‘অযোগ্য’ হিসেবে বরখাস্ত করেছেন। এক সরকারি অনুষ্ঠানে কিম বলেন, ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না। আসলে গরুর গাড়ি টানার জন্য গরু দরকার, ছাগল নয়।’ এই মন্তব্যে তিনি মন্ত্রীর অযোগ্যতা প্রকাশ করেছেন।
এ ঘটনা ঘটেছে সোমবার (১৯ জানুয়ারি) রিয়ংসং মেশিন কমপ্লেক্সে একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, কিম বলেন, ‘বন্ধুবর ভাইস প্রিমিয়ার, বেশি দেরি হওয়ার আগে অনুগ্রহ করে নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই আপনার।’ তিনি আরও বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের’ কারণে সরকারি কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম প্রায়ই তার ‘অলস কর্মকর্তাদের’ তীব্র সমালোচনা করেন, তবে জনসম্মুখে উপ-প্রধানমন্ত্রীর সমালোচনা নজিরবিহীন। কারখানা উদ্বোধনের সময় কিম বলেন, ‘সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখা যায় না।’
পিয়ংইয়ং-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম কঠোর মনোভাব নিয়ে বক্তব্য রাখছেন। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর নতুন কারখানা থেকে উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশ উৎপাদিত হবে। এছাড়া গত মাসে কিম তার দল থেকে সব ধরনের ‘অশুভ’ উপকরণ নির্মূলের অঙ্গীকার করেছেন।
সিএ/এসএ


