নয়াদিল্লি ভারতের কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে চিহ্নিত করেছে। এর অর্থ, বাংলাদেশে দায়িত্বরত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোর কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে আসতে হবে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ‘উগ্রপন্থি ও চরমপন্থি গোষ্ঠীর হুমকি’ এবং ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের ওপর সম্ভাব্য আক্রমণের কারণে বিষয়টি বিবেচনায় এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশন এবং চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশন খোলা থাকবে এবং পূর্ণ শক্তিতে কার্যক্রম চালিয়ে যাবে।
প্রতিবেদন অনুসারে, কবে পরিবারগুলো বাংলাদেশে পুনরায় যোগ দিতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
হিন্দুস্তান টাইমসের তথ্যানুসারে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তুলনামূলকভাবে পাকিস্তানকেও ‘নো চিলড্রেন’ পোস্টিং হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কর্মকর্তাদের স্ত্রী থাকলেও সন্তানদের থাকার অনুমতি নেই।
সিএ/এসএ


