ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যে পড়ার পর ডেনিশ পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টে এক অধিবেশনে তিনি বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিয়েছেন।
৩৮ বছর বয়সী ভিস্তিসেনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, ‘প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, খুব মনোযোগ দিয়ে শুনুন। গ্রিনল্যান্ড ৮০০ বছর ধরে ডেনিশ রাজ্যের অংশ। এটি একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত দেশ। এটি বিক্রির জন্য নয়।’ এরপর যোগ করেন, ‘আমি এমন ভাষায় বলছি, যা হয়তো আপনি বুঝবেন—মিস্টার প্রেসিডেন্ট, ফাক অফ।’
পরবর্তীতে ভিস্তিসেন ডেনিশ ভাষায় বক্তব্য চালিয়ে যান। কিন্তু ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলায়ে স্তেফানুতা তাঁকে থামিয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘এই চেম্বারে গালাগালি ও অনুপযুক্ত ভাষা ব্যবহারের বিষয়ে আমাদের স্পষ্ট নিয়ম আছে। আপনাকে থামাতে হচ্ছে বলে আমি দুঃখিত। রাজনৈতিক অনুভূতি যতই তীব্র হোক না কেন, এটি গ্রহণযোগ্য নয়।’ এরপর ভিস্তিসেন বাকী বক্তব্য ডেনিশ ভাষায় শেষ করেন।
ঘটনা এমন এক সময়ে ঘটে যখন ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন। ট্রাম্প গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেছেন। আর্কটিক বরফ গলে যাওয়ায় নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে এবং এই অঞ্চলে রাশিয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। ট্রাম্প ডেনমার্কের অবস্থানের বিরুদ্ধেও চাপে থাকায় আটটি ইউরোপীয় দেশের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যার জবাবে ইউরোপও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সিএ/এসএ


