Tuesday, January 20, 2026
26 C
Dhaka

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, গাজা উপত্যকায় তুরস্ক ও কাতারের কোনো সেনা মোতায়েনের সুযোগ তিনি দেবেন না। গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে তুরস্ক ও কাতারের কর্মকর্তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই তিনি এ অবস্থান জানালেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নির্দিষ্ট মতবিরোধ রয়েছে—এ বিষয়টিও স্বীকার করেছেন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনায় তুরস্ক ও কাতার কোনোভাবেই কর্তৃত্ব বা প্রভাব বিস্তার করতে পারবে না। এ সময় তিনি দেশ দুটিকে ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’ নামে একটি কমিটিতে তুরস্ক ও কাতারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা গাজার তদারকি কার্যক্রমে অংশ নেবেন। তবে এই ঘোষণার আগে নেতানিয়াহুর কার্যালয় একাধিকবার জানিয়েছিল, যুদ্ধের পর গাজায় তুরস্ক বা কাতারকে কোনো অবস্থান নিতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ঘোষণার পর নেতানিয়াহু তার অবস্থান কিছুটা কৌশলগতভাবে ব্যাখ্যা করলেও তুরস্ক ও কাতারের সামরিক উপস্থিতির বিরোধিতাকেই গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘তুর্কি সেনা ও কাতারি সেনারা গাজা উপত্যকায় থাকবে না।’ যদিও তুরস্ক গাজার নিরাপত্তা তদারকির জন্য প্রস্তাবিত বহুজাতিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কাতার এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করেনি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কাতারের সামরিক সক্ষমতা এ ধরনের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়।

নেতানিয়াহু আরও বলেন, গাজায় হামাসকে নিরস্ত্র করা হবে এবং ইরান ইসরায়েলে হামলা চালালে তার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তিনি দাবি করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলা নিয়ে তাঁর ভূমিকা সম্পর্কে তাঁর লুকানোর কিছু নেই। একই সঙ্গে তিনি বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদের কঠোর সমালোচনা করেন।

নেসেটে পাল্টা বক্তব্যে ইয়াইর লাপিদ নেতানিয়াহুকে গাজা যুদ্ধে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু চরমপন্থী জোটসঙ্গীদের কাছে আত্মসমর্পণ করেছেন, যার ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুর্বল হয়েছে এবং দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে। আরেক বিরোধী নেতা আভিগদর লাইবারম্যান প্রশ্ন তোলেন, নেতানিয়াহু কি জায়নিস্ট আদর্শের মূল চেতনাই ভুলে গেছেন।

খবরে বলা হয়েছে, গাজা এক্সিকিউটিভ বোর্ডে তুরস্ক ও কাতারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিষয়ে নেতানিয়াহুকে আগে থেকে জানানো হয়নি। তবে নেসেটে দেওয়া ভাষণে তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতানৈক্য হলেও তিনি নিজের অবস্থানে অটল থাকবেন। তিনি বলেন, ‘ইসরায়েলের মৌলিক স্বার্থের প্রশ্নে আমরা তর্ক করতে পারি, আমাদের অবস্থান আরও স্পষ্ট করতে পারি এবং প্রয়োজনে সমঝোতায়ও পৌঁছাতে পারি।’

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। ট্রাম্পকে তিনি হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে উল্লেখ করেন। গাজার দ্বিতীয় ধাপের লক্ষ্য সম্পর্কে নেতানিয়াহু বলেন, ‘দ্বিতীয় ধাপের কথা খুব সহজ—হামাস নিরস্ত্র হবে এবং গাজা হবে সামরিকমুক্ত। আমরা এই লক্ষ্যেই অটল আছি। সহজ পথে হোক বা কঠিন পথে, এই লক্ষ্য অর্জিত হবেই।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

সিরাজগঞ্জে ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর...

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতি হিসেবে...

প্রত্যন্ত অঞ্চলের নারী ক্রিকেটারদের জয়জয়কার, প্রশংসায় ভাসছে গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

চাঁদপুরের হাইমচরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ক্রিকেটাররা...

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে বর্তমান আহ্বায়ক...

শাকসু ও ব্রাকসু নির্বাচন পুনর্বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (শাকসু)...

১ কোটি ৭০ লাখ টাকার মনোনয়ন বাণিজ্য, জাপা প্রার্থী রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবং...

ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের আয়োজনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ডিউক অব...

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

উত্তর আটলান্টিক অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে সামরিক...

শবে বরাতের ছুটি কবে

দেশে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে...

শবে বরাতের রোজা কবে ও কয়টি

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার...

ক্ষমতার পেছনে দৌড়ানো নয়, ঈমান রক্ষাই মুসলমানের জন্য ফরজ

ছারছীনা দরবারের পীর ও আমিরে হিযবুল্লাহ শাহ্ আবু নছর...

ওয়াকফ সম্পত্তি ব্যবহারে সতর্কতা

একসময় কবরস্থান ছিল এমন জমি নদীতে ভেঙে গিয়ে পরে...

২০২৬ সালের সরকারি হজযাত্রীদের সেবায় ১০০ গাইড নিয়োগ

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হজযাত্রীদের সেবা নিশ্চিত...

কেমিক্যাল ছাড়াই দুর্গন্ধ দূর

নিয়মিত ব্যবহারে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে তেল-মসলার গন্ধ জমে যায়।...
spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

সিরাজগঞ্জে ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর...

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত জাতীয় সভাপতির দায়িত্ব পালন...

প্রত্যন্ত অঞ্চলের নারী ক্রিকেটারদের জয়জয়কার, প্রশংসায় ভাসছে গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

চাঁদপুরের হাইমচরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের...

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে বর্তমান আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...
spot_img