দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য দেশটির দক্ষিণের দুটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নুবলে ও বিও বিও অঞ্চলে অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলে আগুন জ্বলছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দুটি অঞ্চলে প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়া আগুনের তীব্রতা বাড়িয়েছে। দাবানলে অন্তত ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রোববার জানান, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিউও জারি করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নিয়ন্ত্রণে দেশটির সশস্ত্র বাহিনীও কাজে যুক্ত হয়েছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে বলেন, আগামী কয়েক দিনে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তিনি জানান, বিও বিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বারবার ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ছড়িয়ে পড়া দাবানলে দেশটিতে ১৩০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সিএ/এসএ


