Saturday, January 17, 2026
21 C
Dhaka

অশালীন ছবি তৈরি ও ছড়িয়ে দেয়ায় ইলন মাস্কের এক্সএআইর বিরুদ্ধে মামলা

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইর বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক বান্ধবী ও সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। অভিযোগে বলা হয়েছে, এক্সএআইয়ের এআই টুল ‘গ্রোক’ তার অনুমতি ছাড়াই তাকে নিয়ে অশালীন ও যৌন হয়রানিমূলক ডিপফেইক ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে তিনি সামাজিকভাবে অপমানিত হয়েছেন এবং গুরুতর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

সম্প্রতি গ্রোকের মাধ্যমে তৈরি যৌন আবেদনময় ডিপফেইক ছবি নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের ছবি পরিবর্তন করে অশালীন কনটেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের ছবিও এতে ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন সংগঠন দাবি করে।

এই বিতর্কের প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা-র দপ্তর জানায়, বড়দিন ও নববর্ষের ছুটির সময়ে তৈরি প্রায় ২০ হাজার ছবির অর্ধেকেরও বেশি ছবিতে স্বল্প পোশাক পরা মানুষকে দেখানো হয়েছে। এসব ছবির মধ্যে কিছুতে নাবালকও রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

সমালোচনার মুখে এক্সএআই জানায়, যেসব দেশে এ ধরনের কনটেন্ট অবৈধ, সেখানে গ্রোক ও এক্স প্ল্যাটফর্মে বাস্তব মানুষের বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ পোশাকে ছবি তৈরির সুবিধা জিওব্লক করা হবে। আইন লঙ্ঘন ও প্ল্যাটফর্ম নীতিমালা ভঙ্গ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

এই পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেন লেখক ও রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে তৈরি কিছু ডিপফেইক ছবিতে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবেও উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ।

সেন্ট ক্লেয়ার জানান, গত বছর এসব ছবি প্রকাশের পর তিনি ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেগুলো রিপোর্ট করেছিলেন এবং অপসারণের অনুরোধ জানান। তবে তখন প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, ছবিগুলো তাদের নীতিমালা লঙ্ঘন করেনি। পরে সম্মতি ছাড়া তার ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হলেও গ্রোকের মাধ্যমে এসব ছবি তৈরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মামলায় ক্ষতিপূরণ ও দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করে সেন্ট ক্লেয়ার বলেন, গ্রোক ব্যবহার করে তার নামে ডজনেরও বেশি যৌন হয়রানিমূলক ছবি তৈরি ও এক্সে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনার কারণে তিনি চরম মানসিক চাপ ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন।

অ্যাশলি সেন্ট ক্লেয়ার বর্তমানে ইলন মাস্কের সঙ্গে কোনো সম্পর্কে নেই। ২৭ বছর বয়সি এই লেখক ও ডানপন্থি রাজনৈতিক ভাষ্যকার ২০২৪ সালে একটি পুত্রসন্তানের জন্ম দেন।

মামলায় তার পক্ষে লড়ছেন ভুক্তভোগীদের অধিকারবিষয়ক আইনজীবী ক্যারি গোল্ডবার্গ। তিনি বলেন, গ্রোক সম্মতিহীন ও অবমাননাকর ছবি তৈরির সুযোগ রেখে এমনভাবে নকশা করা হয়েছে, যা সহজেই হয়রানির হাতিয়ার হয়ে উঠতে পারে। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সেন্ট ক্লেয়ারের অভিযোগের পর এক্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করেছে এবং তার অ্যাকাউন্টের আয়সংক্রান্ত সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

১৭ জানুয়ারি: ইতিহাসের পাতায় আজকের দিন

প্রতিদিনের ঘটনা ইতিহাসে স্থান পায়—যেখানে থাকে গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথম...

খিটখিটে মেজাজ দূর করার সহজ উপায়

মেজাজ হারানো বা খিটখিটে থাকা আজকের ব্যস্ত জীবনে অনেকেরই...

ঢাকা থেকে একদিনে ঘুরে আসা যায়—মনোরম ৪টি জায়গা

রাজধানী ঢাকার কাছাকাছি এমন কিছু মনোরম জায়গা রয়েছে, যেখানে...

বাংলাদেশ-নেপাল ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের...

রাগ ছাড়াই সমালোচনা মোকাবিলা করার ৫টি কার্যকর উপায়

কেউ যখন বলে, “তুমি আরও ভালো করতে পারো,” তখন...

শাকসু নির্বাচন ২০ জানুয়ারি, ইসির অনুমোদন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)...

মুক্তির আগেই শীর্ষে শাহরুখের ‘কিং

ক্যারিয়ারের শেষভাগে এসেও ধারাবাহিক সাফল্যে ভক্তদের চমক দিয়ে চলেছেন...

রাবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশের বেশি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)...

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি

মহাকাশ সব সময়ই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে বিজ্ঞানীরা...

মন বসছে না পড়ার টেবিলে?

রাফি পড়াশোনার জন্য টেবিলে বসেছে। ১০ মিনিটের মধ্যে সে...

নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যাংকাররা ভোট দেবেন পোস্টাল ব্যালটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী...

এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল...

আইসিসির ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাকে ভিসা দিল না বাংলাদেশ

আইসিসি ও বিসিবির আলোচনার চূড়ান্ত ধাপ হিসেবে আইসিসি বাংলাদেশে...

অভিযান চালানোর আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে মার্কিন সামরিক অভিযান...
spot_img

আরও পড়ুন

১৭ জানুয়ারি: ইতিহাসের পাতায় আজকের দিন

প্রতিদিনের ঘটনা ইতিহাসে স্থান পায়—যেখানে থাকে গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথম বার যা ঘটেছে, বা মানবসভ্যতার জন্য স্মরণীয় মুহূর্ত। ১৭ জানুয়ারি দিনটি ইতিহাসে নানা উল্লেখযোগ্য ঘটনার...

খিটখিটে মেজাজ দূর করার সহজ উপায়

মেজাজ হারানো বা খিটখিটে থাকা আজকের ব্যস্ত জীবনে অনেকেরই সাধারণ সমস্যা। নানা কারণ—ঘুমের অভাব, মানসিক চাপ, শারীরিক অসুস্থতা বা উদ্বেগ—মেজাজের ওঠাপড়ার পেছনে কাজ করে।...

ঢাকা থেকে একদিনে ঘুরে আসা যায়—মনোরম ৪টি জায়গা

রাজধানী ঢাকার কাছাকাছি এমন কিছু মনোরম জায়গা রয়েছে, যেখানে একদিনের ছোট ভ্রমণে প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া মিলবে। ভ্রমণপিপাসুদের জন্য সেরা এই চারটি গন্তব্যের...

বাংলাদেশ-নেপাল ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সভায় বাণিজ্য সচিব...
spot_img