সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও দেশের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক ও বেসামরিক বিমানগুলো তেহরানের আকাশসীমায় প্রবেশ করতে দেখা যাচ্ছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪।
ফ্লাইটরাডার২৪ বৃহস্পতিবার জানায়, ইরানের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ বা নোটাম-এর মেয়াদ শেষ হয়েছে। এর পরপরই একাধিক আন্তর্জাতিক ফ্লাইট দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে। এর মাধ্যমে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি কার্যত কার্যকর হলো।
এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া প্রায় সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল। কেবলমাত্র বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।
প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং শুধু অনুমোদিত ফ্লাইটই চলাচল করতে পারবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বর্তমানে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
সিএ/এসএ


