২০১৯ সালে রাশিয়া যুক্তরাষ্ট্রকে এমন একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছিল, যেখানে তারা বলেছিল, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে অবাধ হস্তক্ষেপের সুযোগ পায়, তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার করা হতে পারে। এটি মার্কিন কংগ্রেসে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ফিওনা হিল জানিয়েছেন।
হিলের ভাষ্য অনুযায়ী, রাশিয়া বারবার ভেনেজুয়েলা ও ইউক্রেনের মধ্যে একটি ‘খুবই অদ্ভুত বিনিময় চুক্তি’ প্রস্তাব করেছিল। তবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি, বরং রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে, “ইউরোপে রাশিয়াকে যেমন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, ভেনেজুয়েলাতেও যুক্তরাষ্ট্রকে তেমন স্বাধীনতা দেওয়া যাক।”
রাশিয়ার এই প্রস্তাব মূলত যুক্তরাষ্ট্রের মনরো নীতি (Monroe Doctrine)কে কেন্দ্র করে ছিল, যা ১৯শ শতকে পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপকে কঠোরভাবে বিরোধিতা করেছিল। এই নীতির বিনিময়ে যুক্তরাষ্ট্র আশা করেছিল যে, ইউরোপীয় বিষয়গুলোতে রাশিয়ার হস্তক্ষেপে হস্তক্ষেপ করা হবে না।
তৎকালীন পরিস্থিতিতে হিল জানিয়েছেন, যদিও এই ইঙ্গিত পেয়েছিলেন, তখন যুক্তরাষ্ট্রে কেউই এই প্রস্তাবে আগ্রহী ছিলেন না। ২০১৯ সালের এপ্রিল মাসে হিল ট্রাম্পের মাধ্যমে রাশিয়াকে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেন, যেখানে জানানো হয়, “ইউক্রেন ও ভেনেজুয়েলা একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়।”
সিএ/এসএ


