উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান সরকার। জাপানি সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত জাপানের সীমানার মধ্যে না গিয়ে সাগরে পড়ে।
এর আগে দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফও উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য জানিয়েছিল। জাপানি সরকারের সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।
তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলরক্ষীরা ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করেছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তর কোরিয়া দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। রোববার কোরীয় উপদ্বীপের পশ্চিমে পীত সাগরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বিদেশি হুমকির বিরুদ্ধে ‘যুদ্ধ প্রস্তুতি’ যাচাই করতেই এই মহড়া পরিচালিত হয়েছে।
সিএ/এএ


