নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে একটি উড়োজাহাজ অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো রয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) এই অবতরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা জানিয়েছে, উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। অবতরণের পরপরই বিমান ঘাঁটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজ নিউইয়র্কে অবতরণ করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার (৩ জানুয়ারি) দেশটির রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। তিনি জানান, দুজনকেই যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে।
মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার খবরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি ঘিরে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র
আল–জাজিরা, রয়টার্স
সিএ/এএ


