ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের আশপাশে একটি পিৎজা দোকানে হঠাৎ অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার আরলিংটন কাউন্টিতে অবস্থিত পেন্টাগনের কাছাকাছি ফাস্টফুড দোকানগুলোতে গভীর রাতে হঠাৎ ব্যস্ততা দেখা দিলে তা প্রায়ই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক তৎপরতার ইঙ্গিত হিসেবে ধরা হয়। বিশেষ করে বড় কোনো সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সময় এসব এলাকায় কর্মচাঞ্চল্য বাড়ে।
সামরিক গতিবিধি পর্যবেক্ষণকারী ‘পেন্টাগন পিৎজা রিপোর্ট’ নামের একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট জানায়, ভোররাতে পেন্টাগনের কাছে অবস্থিত ‘পিজাত্তো পিৎজা’ নামের একটি দোকানে হঠাৎ করে ক্রেতার ঢল নামে। অ্যাকাউন্টটির এক পোস্টে উল্লেখ করা হয়, ‘পেন্টাগনের কাছে অবস্থিত এই লেট-নাইট পিৎজা দোকানে হঠাৎ ট্রাফিক বেড়ে গেছে—পূর্বাঞ্চলীয় সময় রাত ২টা ৪ মিনিট।’
পরবর্তী আপডেটে জানানো হয়, রাত ৩টা ৫ মিনিট পর্যন্ত দোকানটিতে ক্রেতাদের ভিড় অব্যাহত ছিল। এরপর আরেকটি আপডেটে দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটের দিকে দোকানটি প্রায় ফাঁকা হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার ব্যস্ততার পর সেখানে ‘প্রায় শূন্য ট্রাফিক’ লক্ষ্য করা যায়।
এর আগে গত বছরের জুন মাসেও একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। সে সময় ইসরায়েল ‘অপারেশন লায়ন’-এর অংশ হিসেবে ইরানে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখনও পেন্টাগনের আশপাশের ফাস্টফুড দোকানগুলোতে অস্বাভাবিক ভিড় নজরে আসে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে।
অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করে দেশে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ কয়েকটি দেশের নেতা ও রাজনৈতিক মিত্ররা মার্কিন এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।
সিএ/এএ


