ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সাম্প্রতিক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শনিবার (৩ জানুয়ারি) মাদুরোকে আটক করে দেশটির বাইরে নেওয়ার দাবি করেছেন। তবে তিনি বিস্তারিতভাবে বলেননি, মাদুরোকে কোথায় এবং কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নেওয়া হচ্ছে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।’
তবে ভেনেজুয়েলার সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লাতিন আমেরিকায় সরাসরি এ ধরনের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র আগে কখনো অংশ নেয়নি।
সূত্র: রয়টার্স
সিএ/এএ


