গাজা সিটির কাছে একটি স্কুলের বাইরে বসে থাকা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (৫ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘনের শামিল।
প্রতিবেদন অনুযায়ী, জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা স্কুলের সামনে বসে ছিলেন উদাই আল-মাকাদমা। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ওই সময় ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মাথায় মেশিনগানের গুলিতে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
এদিকে একই দিনে গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এক হাজারেরও বেশি।
সিএ/এএ


