ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শান্তি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে তিনি রবিবার (৭ ডিসেম্বর) ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, এই বৈঠক থেকে কোনো চূড়ান্ত চুক্তি হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে তিনি জানান, দুই পক্ষই যতটা সম্ভব বিষয় চূড়ান্ত করার চেষ্টা করবে।
এর আগে একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আশাবাদী সুরে লেখেন, নতুন বছরের আগেই অনেক কিছু নির্ধারিত হতে পারে।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রণীত ২০ দফা শান্তি পরিকল্পনা প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। এই বৈঠকে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান—ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা কীভাবে তার মিত্ররা নিশ্চিত করতে পারে।
এদিকে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আশা করছেন বৈঠকটি ভালো হবে। তবে তিনি সতর্ক করে বলেন, আমার অনুমোদন ছাড়া কিছুই চূড়ান্ত নয়।
ট্রাম্প আরও জানান, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলতে চান।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকদের মধ্যে এক সপ্তাহ ধরে চলা নিবিড় প্রচেষ্টার পর এই বৈঠক ফলপ্রসূ হবে বলে তারা আশাবাদী।
যদিও বৈঠকের নির্দিষ্ট লক্ষ্য উল্লেখ করা হয়নি, তবে জেলেনস্কি শুক্রবার (৫ ডিসেম্বর) অ্যাক্সিওসকে বলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে একটি কাঠামোগত চুক্তি চূড়ান্ত করতে চান।
সিএ/এএ


