ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাটি সেমারাং শহরের ক্রাপিয়াক টোল সড়কে সোমবার (২২ ডিসেম্বর) মধ্যরাতের পর সংঘটিত হয়।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি প্রথমে একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা দেয় এবং পরে উল্টে যায়। বাসটি রাজধানী জাকার্তা থেকে ঐতিহাসিক শহর যোগ্যাকার্তার দিকে যাচ্ছিল। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, দুর্ঘটনার তীব্র ধাক্কায় অনেক যাত্রী বাসের ভিতরে চাপা পড়ে এবং কেউ কেউ ছিটকে পড়েন।
প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে নিকটস্থ দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত।
সেন্ট্রাল জাভা পুলিশের প্রধান রিবুত হারি উইবোও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনা ঘটে। চালক গুরুতর আহত হলেও বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে সক্ষম। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে, চালকের দেহে মাদক বা নিষিদ্ধ কোনো পদার্থের উপস্থিতি আছে কি না তাও পরীক্ষা করা হবে।
সূত্র: এপি নিউজ
সিএ/জেএইচ


