যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা ও নাগরিকত্বের সুযোগ দিতে নতুন উদ্যোগ চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনী বিদেশিদের লক্ষ্য করে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প, যেখানে কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারলেই পাওয়া যাবে মার্কিন নাগরিকত্বের সরাসরি পথ। বুধবার ট্রাম্প প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গেও তিনি প্রকল্পটি নিশ্চিত করেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য এটি দারুণ সুযোগ। ট্রাম্প গোল্ড ভিসা এখন থেকে মার্কিন নাগরিকত্বের সরাসরি পথ হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ভিসা প্রকল্পের মাধ্যমে মেধাবী কর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভিসার আবেদন করতে আগ্রহীদের প্রথমে যেতে হবে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে। সেখান থেকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দিতে ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, যা যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে ভিসা প্রসেসিং খরচ হিসেবে। এর পর আবেদন যাচাই শেষে ভিসা পাওয়ার প্রধান শর্ত হিসেবে আবেদনকারীকে আরও ১০ লাখ ডলার দিতে হবে, যাকে ওয়েবসাইটে উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই গোল্ড কার্ড ভিসার সুবিধা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমতুল্য। গ্রিন কার্ডধারীদের মতোই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই ভিসা প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে আরও শক্তিশালী এবং নাগরিকত্ব পাওয়ার জন্য আরও কার্যকর পথ।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, মূলত এটি এক ধরনের গ্রিন কার্ড, তবে এর ক্ষমতা অনেক বেশি, এবং এটি মার্কিন নাগরিকত্ব অর্জনের জন্য আদর্শ মাধ্যম।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানান, ওয়েবসাইটটির প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার মানুষ গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করেছেন। তিনি আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে আবেদন আরও বাড়বে এবং প্রকল্পটি শত শত কোটি ডলার আয়ের পথ তৈরি করবে।
সিএ/এএ


