গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চিঠির মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব কমাতে এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট শি জানিয়েছেন, ফিলিস্তিন সমস্যার একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও স্থায়ী সমাধান এগিয়ে নিতে চীন ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বৈশ্বিক পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সমর্থন এবং রাজনৈতিক ভিত্তি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে তিন দিনের সফরে চীনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ গত সেপ্টেম্বরে নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথভাবে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের সহ-সভাপতিত্ব করেছিলেন। সেই সম্মেলনের লক্ষ্য ছিল দুই-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করা এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করা।
সূত্র: আরব নিউজ
সিএ/এএ


