ইসরায়েলের চলমান গণহত্যামূলক হামলায় ফিলিস্তিনের গাজায় অঙ্গহীন হয়ে পড়া অন্তত ৬ হাজার মানুষের জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রয়োজন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্র ও বোমাবর্ষণে যারা হাত-পা হারিয়েছেন, তাদের অধিকাংশই এখনো সঠিক চিকিৎসা, যন্ত্রপাতি এবং পুনর্বাসন সহায়তার বাইরে রয়ে গেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমান অবরুদ্ধ পরিস্থিতিতে পুনর্বাসন কেন্দ্র, চিকিৎসা উপকরণ এবং বিশেষায়িত সেবার ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। ফলে অঙ্গহীন হওয়া হাজারো মানুষ ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছেন।


