নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধের কোনও আশ্বাস দেননি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এই বিষয়ে কোনও ফোনালাপই হয়নি। এই বিবৃতি এনডিটিভি’র প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ সংক্রান্ত কোনও আলোচনা হয়নি। জ্বালানি বিষয়ক মার্কিন মন্তব্যের বিষয়ে আমরা আগেই স্পষ্ট বিবৃতি দিয়েছি। ভারতের নীতি সম্পূর্ণ দেশীয় ভোক্তাদের স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল। বিদেশি রাজনৈতিক প্রভাব এই নীতিতে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না।”
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন ভারত শিগগিরই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তিনি আরও বলেছেন, এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে সহায়ক হবে এবং যুদ্ধের পর ভারত আবার স্বাভাবিক বাণিজ্যে ফিরে যাবে। ট্রাম্পের মন্তব্যের ভিত্তিতে পশ্চিমা বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারতের লক্ষ্য কেবল দেশের নাগরিকদের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করা এবং দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা করা। দেশের তেল ও গ্যাস আমদানির নীতি সম্পূর্ণভাবে দেশের ভোক্তার স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
ভারত জানিয়েছে, দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সবসময় অগ্রাধিকার। জ্বালানি আমদানি নীতিতে কোনও বিদেশি রাজনৈতিক চাপের প্রভাব নেই। ভারতের নীতি এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থাকলেও দেশীয় ভোক্তাদের স্বার্থ সর্বোচ্চ রক্ষা করা যায়।
সিএ/এমআর