জেন-জিদের বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। জনরোষে নতি স্বীকার করে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরার।
বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর এবার মাদাগাস্কারেও জেন-জি আন্দোলনের ঝড়ে সরকারের পতন হলো। প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন, তার সরকারের ব্যর্থতার কারণে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। তিনি বলেন, “সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং জনগণের কাছে ক্ষমা চাইছি।”
তিনি আরও জানান, বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটজনিত ক্ষোভের বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আহ্বান শুনেছি, আমি কষ্ট অনুভব করেছি। দৈনন্দিন জীবনে এর প্রভাব আমি বুঝতে পারি।”
বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন। সোমবার রাজধানীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন। তার অভিযোগ, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং প্রাণঘাতি গুলি চালিয়েছে।
তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিক্ষোভ ঘিরে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে এবং দায়িত্বশীল মহলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
সিএ/এমআরএফ