Home বিশ্ব গাজায় মানবিক সহায়তা নিশ্চিতের জন্য ইসরাইল দায়বদ্ধ: জার্মান সরকার

গাজায় মানবিক সহায়তা নিশ্চিতের জন্য ইসরাইল দায়বদ্ধ: জার্মান সরকার

0
জার্মানি সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছানো অপরিহার্য, বলছে বার্লিন

গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরাইলকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মান সরকার। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, “জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার সহায়তায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করা ইসরাইলের দায়িত্ব।”

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সম্প্রতি ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীর সফর করেন। সফরশেষে ফোনে ফেডারেল নিরাপত্তা মন্ত্রিসভাকে ব্রিফ করে তিনি জানান, গাজায় কিছু ‘প্রাথমিক ও সীমিত অগ্রগতি’ হয়েছে, তবে তা ‘চরম জরুরি অবস্থার তুলনায় স্পষ্টতই অপর্যাপ্ত’।

এছাড়া, ইসরাইল কর্তৃক গাজায় পাঠানো ত্রাণসামগ্রী হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে যাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মান সরকার।

ওয়াদেফুল সফরের সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া রামাল্লার কাছে আল-তাইবেহ শহর ঘুরে তিনি মানবিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version