Home বাংলাদেশ আইন ও অপরাধ স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, ভেড়ামারায় নৃশংসতার শিকার গৃহবধূ

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, ভেড়ামারায় নৃশংসতার শিকার গৃহবধূ

0

কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা চাইতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হন এক দম্পতি; আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় স্বামীর সামনেই এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই পাশবিক ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। চাকরি হারানোর পর পাওনা টাকা চাইতে স্বামীকে সঙ্গে নিয়ে হোটেলে যাচ্ছিলেন। পথে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে জোরপূর্বক লিচু বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন গৃহবধূকে ধর্ষণ করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী দম্পতি সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান। ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version