লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্তে রাশেদুল ইসলাম রাশিদ (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সীমান্তের শূন্যরেখা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্ত সংলগ্ন ৮০১/১১-এস মেইন পিলারের কাছ দিয়ে রাশেদুল ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
আটক রাশেদুল ইসলাম রাশিদ পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক যুবককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজিবি এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।”
এদিকে, বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হতে পারে।
সীমান্তবর্তী এলাকায় এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


