সরকার ব্যবসা-বাণিজ্য আরও সহজ, উদার ও গতিশীল করার জন্য নতুন আমদানি নীতি আদেশ জারির প্রক্রিয়া চূড়ান্ত করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে একটি বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, নীতি প্রণয়নের কাজ শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। তিনি নিশ্চিত করেন যে, আইপিএল সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে আইপিএল নিয়ে আলোচনা ও সমঝোতার বিভিন্ন খুঁটিনাটি বিষয় সামনে এসেছে। এই প্রেক্ষাপটে বাণিজ্য উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব না পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এখনও শক্তিশালী ও সুসংহত রয়েছে।
সিএ/এসএ


