বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপও তৈরি হয়।
এই পরিস্থিতিতে বিপিএল থেকে বাদ পড়ার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন রিধিমা পাঠক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি নিজ সিদ্ধান্তেই সরে দাঁড়িয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে রিধিমা পাঠক লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় একটি কথা ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজের সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি।’
তিনি আরও লেখেন, ‘আমার কাছে দেশই সবার আগে। সব সময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় মনে করি। সততা, সম্মান আর নিষ্ঠার সঙ্গে এই খেলাটার পাশে থাকার প্রতিশ্রুতি আমি রাখব।’
পোস্টের ক্যাপশনেও নিজের দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘জয় হিন্দ’।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর দিকের ম্যাচগুলোতে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাসকে দেখা গেলেও ঢাকার পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে রাখেনি, এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে মোস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিবি একটি জরুরি সভা করেছে। সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলা নিয়ে বোর্ড স্বস্তিতে নেই। একই সঙ্গে আসন্ন ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
সিএ/এসএ


