বলিউড তারকা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ভারতে ছবিটির মোট আয় প্রায় ৩০০ কোটি রুপিতে পৌঁছেছে। এই সাফল্যের মাধ্যমে বলিউডের শীর্ষ অভিনেতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন রণবীর সিং।
এই সাফল্যের মাঝেই রণবীর সিংয়ের ব্যক্তিত্ব ও কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেতা নবীন কৌশিক। একই সঙ্গে তিনি তুলনা করেছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও রণবীর কাপুরের আচরণগত মিল ও পার্থক্য নিয়ে। নবীন কৌশিক এর আগে রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘রকেট সিং’ ছবিতে কাজ করেছেন।
ইন্ডিয়া ফেমাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীন কৌশিক বলেন, “ওরা দুজনেই শুধু তারকাখ্যাতি বা সাফল্যের ওপর নির্ভর করেন না। সেটে সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাটাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘রকেট সিং’-এর সময় দেখেছি, রণবীর কাপুর প্রত্যেকের নাম জানার চেষ্টা করতেন। ঠিক একইভাবে ‘ধুরন্ধর’-এর সেটে রণবীর সিং নিজে থেকেই সবার সঙ্গে আলাপ করেছেন, কাউকে কখনো তাঁর কাছে আসতে বলেননি।”
নবীন আরও বলেন, “দুজনেরই এনার্জি অসাধারণ। সেটে যেন কেউ চাপ বা অস্বস্তি অনুভব না করে, সেটি তাঁরা নিশ্চিত করেন। তাঁরা অহংকারী তারকা নন, বরং ভীষণই বিনয়ী।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-এর সময় রণবীর কাপুর তখন বড় তারকা হয়েও আমার কাছে এসে আমার কাজের কথা জানতে চেয়েছিলেন। আবার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ভিড় সামলানো থেকে শুরু করে সহ-অভিনেতাদের মন ভালো রাখার দায়িত্ব নিজেই নিয়েছেন। দু’জনেই আশপাশের সবাইকে স্বস্তিতে রাখেন।”
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবনসহ আরও অনেক অভিনেতা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকাদের মানবিক আচরণ নিয়েও আলোচনায় রয়েছে ছবিটি।
সিএ/এএ


