দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে দ্রুত মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
বার্তায় তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স করছে। সরকারি চ্যানেলের মাধ্যমে প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় আলাদা এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে পুরান ঢাকার বংশালে ভবনের রেলিং ধসে তিনজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা যায়, আরমানিটোলায় আটতলা ভবনের পলেস্তারার অংশ খসে পড়ে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সূত্র: ফায়ার সার্ভিস, প্রধান উপদেষ্টার কার্যালয়
সিএ/এমআরএফ


