দীর্ঘদিন ধরে ভারতের শোবিজে বিচ্ছেদের গুঞ্জন ভেসে আসছিল। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাট আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র জানাচ্ছে, ২০২১ সালে তারা চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। বিয়ের চার বছর পর এই জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। কিছুদিন ধরেই নীল ও ঐশ্বরিয়া আলাদা থাকছেন, এবং সেই থেকেই গণমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, তারা এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন এবং শিগগিরই ডিভোর্স সম্পন্ন হবে।
এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন। গত জুনে বিচ্ছেদের গুঞ্জন ওঠার পর সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছিলেন, “আমি দীর্ঘদিন ধরে চুপ আছি। আমি দুর্বল নই, বরং আমার শান্তি রক্ষা করছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি। আপনারা এমন গল্প তৈরি করেন, যা আমি কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।”
এই বিচ্ছেদের মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।
সিএ/এমআর


