পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিতভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধের শুরুতে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেকে কনুই দিয়ে আঘাত করার কারণে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। এই ঘটনার ফলে পর্তুগাল মূল পর্বে উঠলে রোনালদো বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের বিতর্কিত উদযাপনের কারণে রোনালদোকে দুয়ো শুনতে হতে পারে—এমন ধারণা ছিল ম্যাচের আগ থেকেই। সে কারণেই ম্যাচ শুরুর আগে নিজেকে সংযত রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি রাখা হলো না মাঠে। ৬১ মিনিটে পেছন ঘুরতে গিয়ে তার ডান কনুই সরাসরি লাগে ও’শের পিঠে। প্রথমে রেফারি হলুদ কার্ডের ইঙ্গিত দিলেও ভিডিও পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান।
মাঠ ছাড়ার সময় আইরিশ সমর্থকদের তীব্র বিদ্রূপের মুখে পড়েন রোনালদো। হাঁটতে হাঁটতে তিনি তাচ্ছিল্যের ভঙ্গি করেন, পরে হাততালি দিয়ে দুই আঙুল তুলে ব্যঙ্গাত্মক ইশারাও করেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পর্তুগাল শেষ পর্যন্ত ২–০ গোলে হার মানে স্বাগতিক আয়ারল্যান্ডের কাছে। জাতীয় দলে এটি রোনালদোর প্রথম লাল কার্ড—২২৫ ম্যাচ পর এমন পরিস্থিতি দেখলেন তিনি। ক্যারিয়ারে এটি তার ১২তম লাল কার্ড; সর্বশেষটি পেয়েছিলেন আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে।
এই লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন রোনালদো। ফলে আগামী রোববার আর্মেনিয়ার মাঠে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়া নামতে হবে পর্তুগালকে। সেই ম্যাচে জিততে পারলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে তাদের।
সিএ/এমআরএফ


