সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল দলের জাদুতে দক্ষিণ কোরিয়া বধ হয়েছে বিশাল ব্যবধানে। শুক্রবারের ম্যাচে কার্লো আনচেলত্তির সেলেসাওরা ৫-০ গোলে জয় লাভ করে।
ম্যাচ শুরু হতেই ব্রাজিলের আক্রমণ চোখে পড়ে। মাত্র ১২ মিনিটে ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস থেকে এস্তেভাও প্রথম গোল করেন। ৪০ মিনিটে ভিনি জুনিয়রের পাসে রদ্রিগো জালে বল পাঠিয়ে প্রথমার্ধের স্কোর ২-০ করে দেন।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের গোলবন্যা অব্যাহত থাকে। ৪৬ মিনিটে কিম মিন-জায়ের ভুল কাজে লাগিয়ে এস্তেভাও দ্বিতীয়বার গোল করেন। তিন মিনিট পর রদ্রিগো নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনির পাস থেকে। ৭৭ মিনিটে মাতেউস কুনহার পাস থেকে ভিনি জুনিয়র নিজেই গোল শোধ করেন এবং শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ হয়।
দক্ষিণ কোরিয়ার হয়ে সন হিউং-মিনের নেতৃত্বে কিছুটা প্রতিরোধের চেষ্টা করা হলেও, ব্রাজিলের দ্রুতগতিসম্পন্ন আক্রমণ ও নিখুঁত পাসিংয়ের কাছে তা দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে গলা মেলেছে একটাই স্লোগান—“ওলে, ওলে, ব্রাসিল!”
সিএ/এমআর