বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছে। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ হেসেখেলে জিতেছে।
সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা না অর্জন করায় বাংলাদেশকে বাছাইপর্বে অংশ নিতে হয়েছে। সেই পথে প্রথম ধাপটি ভালোভাবে পেরিয়েছে জ্যোতিরা। নির্ধারিত ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে অলআউট হয়, বাংলাদেশ ২১ রানের জয় পায়।
যুক্তরাষ্ট্রের ইনিংসে চেতনা পাগিদিয়ালা সর্বোচ্চ ৩৬ রান করেন। ওপেনার জুটি দিশা ধিংড়া (২৩) ও চেতনা পাগিদিয়ালা ৬.৪ ওভারে ৪২ রানের জুটি গড়েছিলেন। সপ্তম ওভারের পঞ্চম বলে রাবেয়া খান দিশাকে ফিরিয়ে জুটি ভাঙেন। বাংলাদেশের বোলিংয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন, রিতু মনি ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন এবং রাবেয়া ২ উইকেট নেন।
বাংলাদেশের ব্যাটিংয়ে শারমিন আক্তার সুপ্তা ম্যাচসেরা হন। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন। টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে মাহি মাধবন ৩ উইকেট নেন এবং ইশানি ভাগেলা ২ উইকেট নেন।
এই বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও আরও ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত: ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড; ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে পাপুয়া নিউগিনির বিপক্ষে, যা কীর্তিপুরে বাংলাদেশ সময় সকাল ৯:১৫ মিনিটে শুরু হবে। ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে এবং ২৪ জানুয়ারি মুলপানিতে আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সিএ/এসএ


