পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য এক ইতিহাস তৈরি হয়েছে। পাকিস্তান টেলিভিশন (পিটিভি) মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে ম্যাচ জিতেছে। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে কম রান ডিফেন্ড করার নতুন বিশ্ব রেকর্ড।
ম্যাচে প্রতিপক্ষ ছিল সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড (এসএনজিপিএল)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পিটিভি প্রথমে ব্যাটিং করে। আমাদ বাট অপরাজিত ৪৬ রান করেন। পিটিভি সর্বমোট ১৬৬ রানে অলআউট হয়। এসএনজিপিএলের পক্ষে শেহজাদ গুল নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে এসএনজিপিএল সংগ্রহ করে ২৩৮ রান। উইকেটকিপার সাইফুল্লাহ বাঙ্গাশ করেন ৭১ রান। পিটিভির পক্ষে আমাদ বাট নেন ৩ উইকেট, ইসরার হুসেন ৩ উইকেট এবং আলি উসমান নেন ৪ উইকেট।
দ্বিতীয় দিনের শেষে পিটিভি ছিল ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে। লিড মাত্র ২৭ রান। পরদিন তারা যোগ করতে পারে মাত্র ১২ রান। শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র পাঁচ রানে। আট বলে পাঁচ উইকেট হারায় পিটিভি। শেহজাদ গুল নেন ৫ উইকেট, সাজিদ খান নেন ৩ উইকেট। ফলে এসএনজিপিএলের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান।
এই লক্ষ্য রক্ষা করতে পিটিভিকে ভাঙতে হয় ২৩১ বছরের পুরোনো রেকর্ড। ১৭৯৪ সালে ওল্ডফিল্ড মাত্র ৪১ রান রক্ষা করে এমসিসিকে ৩৪ রানে অলআউট করেছিল। সেই রেকর্ড এতদিন টিকে ছিল। পিটিভি সেই ইতিহাস ভেঙে দিয়েছে।
আমাদ বাট ও আলি উসমান টানা বোলিং করেন। আমাদ বাট নেন ৪ উইকেট ২৮ রানে, আর আলি উসমান নেন ৬ উইকেট মাত্র ৯ রানে। এসএনজিপিএল অলআউট হয় ৩৭ রানে। এক সময় তাদের স্কোর ছিল ২২ রানে ৭ উইকেট। সাইফুল্লাহ বাঙ্গাশ ১৪ রান করে কিছুটা লড়াই দেখান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ম্যাচ গুটিয়ে যায়।
সিএ/এসএ


