আগামী বছর অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ দল তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ভারতের সঙ্গে। এছাড়া তাদের গ্রুপের অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। মোট ১৬টি দল অংশগ্রহণ করবে এবং চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। ২৩ দিনে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের ম্যাচের পাশাপাশি অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের চ্যাম্পিয়ন জাপানও এবার ফিরছে এই বিশ্বকাপে।
বাংলাদেশের সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি বুলাওয়েতে হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচগুলো দলকে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ হবে।
সিএ/এমআরএফ


