বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগে অভিযোগ করেছিলেন যে মেয়েরা ক্রিকেটে বেতন ও ম্যাচ ফিসসহ আর্থিক সুযোগ-সুবিধায় ছেলেদের তুলনায় বৈষম্যের শিকার।
এবার সেই বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের মতোই নারী ক্রিকেটারদেরও দেওয়া হবে।
উদাহরণস্বরূপ, বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে খেলার সময় পুরুষ ক্রিকেটাররা দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে ১১৫ ডলার পান (৭৫ + ৪০ ডলার), যেখানে নারী ক্রিকেটারদের দেওয়া হতো মাত্র ৭৫ ডলার। বিসিবির নারী বিভাগ জানায়, এই সিদ্ধান্ত পূর্বের বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে নেওয়া হয়েছে।
এ পদক্ষেপ নারী ক্রিকেটারদের জন্য আর্থিক সমতা এবং উৎসাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর