বাংলাদেশের ওয়ানডে দল সম্প্রতি ভালো সময় পারছে না। এক সময় এই ফরম্যাটে শক্তিশালী হিসেবে পরিচিত টাইগাররা এখন জয়ের সন্ধানেও কষ্ট পাচ্ছে। টানা হারে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টি নিয়ে অনেক সংবাদমাধ্যম গুঞ্জন ছড়িয়েছে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ধরনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে; সেক্ষেত্রে বাংলাদেশকে নবম স্থানে থাকতে হবে।
দলের লেগ স্পিনার রিশাদ হোসেনের বিশ্বাস, টাইগাররা সরাসরি বিশ্বকাপে খেলবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে তিনি বলেন, “সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইন শা আল্লাহ।”
ওয়ানডেতে খারাপ সময় পার হওয়ার প্রসঙ্গে রিশাদ বলেন, “সবাই এখন ১১০% দিয়ে চেষ্টা করছে, আশা করি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।” সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, “এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা একটি নতুন যাত্রায় আছি। সাপোর্ট থাকলে ভালো কিছু করতে পারব ইন শা আল্লাহ।”
দলের শক্তি নিয়ে রিশাদ আরও বলেন, “যেদিন আমাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং একসাথে ক্লিক করবে, তখন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এখন লক্ষ্য শেষ ম্যাচ জিতে সিরিজে ভালো ফল করা।”
সিএ/এমআর