ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারের আক্ষেপ ভুলে আজ নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের গৌহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের প্রথম দুটি ম্যাচেই হেরে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে রয়েছে। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য জয়ে ফেরার সুযোগ, আর নিউজিল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।
ম্যাচের আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেন, “ইংল্যান্ডের ম্যাচটা এখন অতীত। আমরা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছি নিউজিল্যান্ড ম্যাচে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। গত ম্যাচে যেমন খেলেছি, তার চেয়ে সামান্য ভালো খেলতে পারলেই জয় সম্ভব।”
তবে পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখনো জয়ের দেখা পায়নি। ওয়ানডেতে চারবার মুখোমুখি হয়ে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে কিউইরা। তাই আজ ইতিহাস বদলের মিশনে নামবে নিগার সুলতানার দল। ব্যাটে-বলে সেরাটা দিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশের নারীরা।
সিএ/এমআর